সিলেটে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় দুই যুবক কারাগারে
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২০, ১১:০৯:০৪
সিলেটে ৫ম শ্রেণীর এক ছাত্রী (১২) কে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
আজ রোববার (৪ অক্টোবর) বিকেলে গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন (২২)ও মো. এখলাছ মিয়া (২০) কে সিলেট মহানগর হাকিম-৩য় আদালতে হাজির করে জালালাবাদ থানা পুলিশ। পরে আদালতের বিচারক শারমিন খানম লিনা তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে রোববার (৪ অক্টোবর) ভোরে পৃথক স্থানে অভিযান চালিয়ে এই দু’জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন।
প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর সিলেট শহরতলীর রায়েরগাঁও প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৫ম শ্রেণীর এক ছাত্রী (১২) কে তুলে নিয়ে গিয়ে ‘ধর্ষণ’ করেন এলাকারই দুই যুবক। পরে স্কুল ছাত্রীর পিতা গত ১৩ সেপ্টেম্বর রাতে জালালাবাদ থানায় দু’জনকে আসামী করে মামলা নং-৮ দায়ের করেন। মামলার ১৯ দিন পর তাদের গ্রেপ্তার করলো পুলিশ।