কুলাউড়ায় বাবার শূন্য পদ ধরে রাখলেন ছেলে
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২০, ৯:১০:৪৬
মৌলভীবাজার জেলা পরিষদের উপ নির্বাচনে ৬নং ওয়ার্ডের শূন্য পদে কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্না বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এ উপ-নির্বাচনে মাহবুবুর রহমান মান্না একক প্রার্থী থাকায় বিধি অনুযায়ী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন আজ রোববার (৪ অক্টোবর) তাকে আনুষ্ঠানিকভাবে সদস্য নির্বাচিত ঘোষণা করেন।
মাহবুবুর রহমান মান্না কুলাউড়া উপজেলার পৌরসভাধীন চাতলগাঁও নিবাসী মরহুম আব্দুল মানিকের জ্যেষ্ঠ পুত্র।
উল্লেখ্য, মান্নার বাবা মৌলভীবাজার জেলা পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য আব্দুল মানিক গত ১৬ আগস্ট মৃত্যুবরণ করায় নির্বাচন কমিশন ওই পদ শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসীল ঘোষণা করেন। পরে শূন্য পদে মরহুম আব্দুল মানিকের পুত্র মাহবুবুর রহমান মান্না এককভাবে প্রার্থী হয়ে তাঁর পিতার স্থলাভিষিক্ত হন।