ছাত্রাবাসে গণধর্ষণ: ৫দিনের রিমান্ডে তারেক
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২০, ১২:২১:১৭
সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে চাঞ্চল্যকর গৃহবধু গণধর্ষণ মামলার অন্যতম প্রধান আসামী তারেকের ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার বিকেলে তাকে সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে শাহপরাণ থানা পুলিশ। এ সময় পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে, শুনানী শেষে বিচারক আবুল কাশেম ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সকালে এ ঘটনায় আরো এক আসামী মাহফুজুর রহমান মাসুমের ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আদালতে আসামীপক্ষে উপস্থিত ছিলেন না কোন আইনজীবী।
এর আগে গত শুক্রবার এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসা দম্পতির স্বামীকে আটকে রেখে কলেজ ছাত্রাবাসে নববধূকে ধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ ঘটনায় ছয় ছাত্রলীগ কর্মীর নাম উল্লেখ করে নয়জনের বিরুদ্ধে মামলা করে ওই গৃহবধূর স্বামী।