সিলেট মহানগর আ.লীগ নেতা মোশাররফ হোসেন আর নেই
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১১:২১:৪০
সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মোশাররফ হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের জানাযা আজ বাদ মাগরিব হাওয়াপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।