স্বামীকে আটকে এমসি কলেজে স্ত্রীকে গণধর্ষণ, মামলায় আসামি ছাত্রলীগ কর্মীরা
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২০, ৫:০৯:৪৫
স্বামীর সঙ্গে বেড়াতে যাওয়া এক তরুণীকে তুলে নিয়ে সিলেটের এমসি কলেজ ছাত্রবাসে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রলীগের ছয় ‘সক্রিয় কর্মীর’ নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।
শুক্রবার রাতে সিলেট নগরীর টিলাগড় এলাকায় এমসি কলেজ ছাত্রাবাসের ৭ নম্বর ব্লকের একটি কক্ষের সামনে থেকে স্বামী-স্ত্রীকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, সিলেটের দক্ষিণ সুরমার ওই তরুণী (২০) স্বামীর সঙ্গে নিজেদের গাড়িতে করে শুক্রবার বিকেলে এমসি কলেজ এলাকায় বেড়াতে যান। গাড়িটি চালাচ্ছিলেন তার স্বামী।
সন্ধ্যার পর কলেজের প্রধান ফটকের সামনে গাড়িটি রেখে একটি দোকান থেকে তারা কেনাকাটা করেন। পরে ফিরে গাড়িতে বসে গল্প করছিলেন তারা।
এরপর রাত ৮টার দিকে পাঁচ যুবক তাদের গাড়িটি ঘিরে ধরে স্বামী ও স্ত্রীকে জোর করে গাড়ি থেকে নামান। তিনজন যুবক তরুণীকে টেনে ছাত্রাবাসের ৭ নম্বর ব্লকের একটি কক্ষের সামনে নিয়ে যান। স্বামীকে তখন গাড়িতে আটকে রেখেছিলেন দুজন যুবক।
ঘণ্টাখানেক পর তাকে ছেড়ে দেওয়া হলে তিনি এমসি কলেজ ছাত্রাবাসের ৭ নম্বর ব্লকের একটি কক্ষের সামনে গিয়ে স্ত্রীকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পান।
শাহপরাণ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, খবর পেয়ে রাত ১১টার দিকে ওই তরুণীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) ভর্তি করা হয়।
তিনি জানান, এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে কয়েকজনের বিরুদ্ধে শনিবার সকালে একটা মামলা দায়ের করা হয়েছে। তারা ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।
এদিকে, সাইফুর রহমান নামের যে ছাত্রলীগ কর্মীর কক্ষের সামনে থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়, ওই কক্ষ থেকে একটি রামদা ও আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছে।