দুই হাজার মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনি পাবে ভারত-বাংলাদেশ মৈত্রী বৃত্তি
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২০, ৬:৫০:৫৫
মিরর ডেস্ক : নতুন ভারত-বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান স্কলারশিপ স্কিম এর আওতায় দুই হাজার মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনি ভারত-বাংলাদেশ মৈত্রী বৃত্তি পাবে। ২০২০-২০২১ বর্ষে মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি-নাতনিদের বৃত্তি প্রদানের লক্ষ্যে দরখাস্ত আহ্বান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ভারত ও সরকারের আর্থিক সহায়তায় ঢাকার ভারতীয় হাইকমিশন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করবে। গত ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন নেয়া হবে।
ভারত সরকার পাঁচ বছর ধরে মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদেরজন্য ১০ হাজার বৃত্তি প্রদান করছে। ২০১৭-২০১৮ সালে এই বৃত্তি প্রকল্প চালু হয়। এ স্কলারশিপ স্কিমের আওতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে এক হাজার জন এবং স্নাতক পর্যায়ে এক হাজার জন করে মোট দুই হাজার ছাত্রছাত্রীকে (মুক্তিযোদ্ধা সন্তান ও নাতি-নাতনি) বৃত্তি দেয়া হবে। স্নাতক পর্যায়ে এককালীন ৫০ হাজার এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে এককালীন ২০ হাজার টাকা করে বৃত্তি দেয়া হবে।
ভারতীয় হাই কমিশন ও বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশের সব জেলা থেকে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। আবেদনকারীদের ভারতীয় হাই কমিশন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফরমে আবেদন জমা দেয়ার আহ্বান জানানো হয়েছে। ওয়েবসাইট দুটি হলো – www.hcidhaka.gov.in/MOLWA ও www.molwa.gov.bd ।