সাবেক মেয়র কামরানের ছোট ভাইয়ের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৬:২৯
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের ছোট ভাই বখতিয়ার আহমদ কানিছ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার দুপুরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি গত ৬ সেপ্টেম্বর ফুসফুস ও কিডনীজনিত সমস্যায় গুরুতর হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনদিন কেবিনে থাকার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে আওয়ামী লীগ নেতা ডা. আরমান আহমদ শিপলু।
তিনি জানান, মাত্র তিনমাসের মাথায় বাবার পরে আমাদের পরিবারের আরেক অভিভাবক চাচাকে হারালাম। বেশকিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা চাচা শনিবার দুপুরে ইন্তেকাল করেন।
মরহুম চাচা ও পরিবারের জন্য সকলের দোয়া কামনা করেন ডা. আরমান আহমদ শিপলু।