ব্রাহ্মণবাড়িয়ায় সিলেটের মোটরসাইকেল রাইডার নিহত
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২০, ৭:০৩:৪১
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় মাহী খান (২১) নামের এক মোটরসাইকেল রাইডার গ্রুপের সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের গজারিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মাহি সিলেট এমসি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ও জালালাবাদ এলাকার এনায়েতুল্লাহ খানের ছেলে। এই ঘটনায় মাহীর সঙ্গে থাকা এমদাদুর রহমান (২৩) নামে আরও এক আরোহী আহত হয়েছেন।
নিহত মাহীর সঙ্গে থাকা রাইডার গ্রুপের সদস্যরা জানায়, মাহীসহ রাইডার গ্রুপের আটজন সদস্য মোটরসাইকেলে গত ১০ সেপ্টেম্বর কক্সবাজারে যান। মঙ্গলবার কক্সবাজার থেকে ফেরার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার গজারিয়ায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা মাহীর মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় মাহীর পেছনের সিটে বসে থাকা এমদাদুর রহমান আহত হন। হতাহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম বলেন, হাসপাতাল নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন। তার হাতে, মাথায় ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।