দক্ষিণ সুনামগঞ্জে করোনায় সাব-রেজিস্ট্রারের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২০, ৪:২২:৩০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার মো. জাফর আহমেদের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
জেলা রেজিস্ট্রার সাইফুল ইসলাম জানিয়েছেন, ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
সিভিল সার্জন ডা. শামছুদ্দিন আহমদ জানিয়েছেন, জ্বর, সর্দি ও কাশি থাকায় গত ২৭ আগস্ট জাফর আহমেদ করোনা পরীক্ষার জন নমুনা দেন এবং ২৮ আগস্টে ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২৯ আগস্ট তার করোনা শনাক্তের কথা জানানো হয়। পরে ওখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
শোকাবার্তায় আইনমন্ত্রী জাফর আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জাফর আহমেদের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক। এছাড়া পৃথক শোক প্রকাশ করেছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন।