সিলেট-তামাবিল সড়কে ট্রাকচাপায় মহিলার মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২০, ৬:৪১:২১
সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাকের ধাক্কায় রহিমা বিবি (৫৫) নামে এক মহিলা নিহত হয়েছেন। তিনি জৈন্তাপুর উপজেলার গুচ্ছগ্রামের মৃত রউফ মিয়ার কন্যা।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় মহাসড়কের গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ রোববার দুপুর সাড়ে ১২টায় সিলেট-তামাবিল মহাসড়কের গুচ্ছগ্রাম এলাকায় জাফলংগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৮২৬৮) নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী রহিমা বিবিকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর স্থানীয় জনতা রাস্তা অবরোধ করে। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন আলীর নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় গণ্যমান্যদের সহযোগিতায় রাস্তার অবরোধ তুলে দেন।
পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির পর এলাকার গণ্যমান্যদের অনুরোধে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন আলী দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সংবাদ পেয়ে আমরা দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তার অবরোধ তুলে দেই এবং স্থানীয় গণ্যমান্যদের অনুরোধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করি। দুর্ঘটনায় পতিত ট্রাকটি হাইওয়ে পুলিশের জিম্মায় রাখা হয়েছে।’