গোলাপগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২০, ৩:৪৩:৪৩
সিলেটের গোলাপগঞ্জে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
আজ শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রানাপিং ওয়াসিমা সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার সকালে সিলেট থেকে বড়লেখাগামী (সিলেট-গ ১১-০০৩৫) একটি বাসের সঙ্গে গোলাপগঞ্জের রানাপিং বাজার থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করা একটি সিএনজি অটোরিকশার (সিলেট-থ ১১-৪১৫৩) সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু ঘটে। পরে গুরুতর আহত পাঁচজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রানাপিং এলাকার ফাজিলপুর গ্রামের মৃত আকরিম আলীর ছেলে (সিএনজি অটোরিকশা চালক) বাহার উদ্দিন (৫০) এবং উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর-লরিপুর গ্রামের মৃত আকমল আলীর ছেলে লাল মিয়া (২৮)। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন। নিহত অপরজনের নাম-ঠিকানা এ রিপোর্ট লেখা (দুপুর ১টা) পর্যন্ত পাওয়া যায়নি।
এদিকে, গুরুতর আহত তিজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে জাকারিয়া নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনিও সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।
গোলাপগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।