যুক্তরাজ্যে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১২৮৮, মৃত্যু ১৮
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২০, ১২:৫৮:২২
যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১২৮৮ জন আক্রান্ত হয়েছেন। আর মৃত্যুবরণ করেছেন ১৮জন।
এদিকে, গতকাল শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে কেউ মৃত্যুবরণ করেনি।
জানা গেছে, যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় (শনিবার) মৃত্যুবরণ করেছেন ১৮ জন। গতকাল শুক্রবার ছিলো ২ জন, বৃহস্পতিবার ছিলো ৬ জন, বুধবার ছিলো ১৬জন ও মঙ্গলবার ছিলো ১২ জন । মোট মৃতের সংখ্যা ৪১ হাজার ৪২৩ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৮৮ জন। গতকাল শুক্রবার ছিলো ১০৩৩ জন, বৃহস্পতিবার ছিলো ১১৮২ জন, বুধবার ছিলো ৮১২ জন, মঙ্গলবার ছিলো ১০৮৯ জন ও সোমবার ছিলো ৭১৩ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ৩১৩ জন।
বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৬ জন ও ওয়েলসে ১ জন। তবে, উত্তর আয়ারল্যান্ডে ও স্কটল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।