যুক্তরাজ্য সরকারের ঋণ প্রথমবার ২ ট্রিলিয়ন পাউন্ড ছাড়াল
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২০, ৮:৩৬:২০
করোনাভাইরাস মহামারির কারণে যুক্তরাজ্য সরকারের ঋণের বোঝা আরও বেড়েছে। প্রথমবারের মতো দেশটির ঋণের পরিমাণ ছাড়িয়েছে ২ ট্রিলিয়ন তথা দুই লাখ কোটি পাউন্ড।
শুক্রবার প্রকাশিত দেশটির সরকারি হিসেবে এ তথ্য উঠে এসেছে বলে বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে।
ব্রিটিশ সরকারের ন্যাশনাল পরিসংখ্যান দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, জুলাইয়ের শেষ পর্যন্ত দেশটির মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে নিজস্ব মুদ্রা পাউন্ডের হিসেবে ২.০০৪ ট্রিলিয়ন। ইউএস ডলারের হিসেবে ২.৬১ ট্রিলিয়ন তথা ২ লাখ ৬১ হাজার কোটি ডলার।
গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ঋণের বোঝায় নতুন করে যোগ হয়েছে ২২ হাজার ৭৬০ কোটি পাউন্ড।
পরিসংখ্যান দপ্তর থেকে বলা হয়েছে, যুক্তরাজ্য সরকার গত মাসেই ২ হাজার ৬৭০ কোটি পাউন্ড ঋণ নিয়েছে।
পৃথক এক বিবৃতিতে যুক্তরাজ্য সরকারের অর্থমন্ত্রী রিশি সুনাক বলেছেন, “চলমান সংকট জনসাধারণের অর্থনৈতিক কার্যক্রমের ওপর চাপ তৈরি করেছে। এতে আমাদের অর্থনীতি একটি ধাক্কা খেয়েছে। লাখ লাখ চাকরি, ব্যবসা-বাণিজ্য ও জীবিকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”
“এসব ক্ষেত্রে সহযোগিতা ছাড়া পরিস্থিতি আরও খারাপ হতে পারত।”