জকিগঞ্জে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২০, ৪:১৬:০০
সিলেট অফিস : সিলেটের জকিগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মুন্না আহমদ (৩৫) নামের মাদক মামলার আসামী নিহত হয়েছে।
সোমবার (০৩ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে সুলতানপুর ইউনিয়নের অজোগ্রামে এ ঘটনাটি ঘটেছে।
নিহত মুন্না ১২টি মাদক মামলার আসামী বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো.আব্দুন নাসের।
তিনি জানান, মুন্নাকে নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধারে গেলে তার সঙ্গীরা পুলিশের উপর গুলি করে। পরে পুলিশও আত্মরক্ষার্থে গুলি করে। এতে কয়েকজন পুলিশ আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে মুন্নার গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।