যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৭৪, আক্রান্ত ৭৭১
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২০, ১২:২৪:৪৪
যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমছে। কমছে আক্রান্তের সংখ্যাও।
এদিকে, স্কটল্যান্ডে গত ১৬তম দিনেও কেউ করোনায় মৃত্যুবরণ করেনি।
জানা যায়, যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় (শনিবার) মৃত্যুবরণ করেছেন ৭৪ জন। গতকাল শুক্রবার ছিলো ১২০ জন, বৃহস্পতিবার ৩৮ জন, বুধবার ৮৩ জন, মঙ্গলবার ১১৯জন, সোমবার ৭ জন ও রবিবার ছিলো ১৪ জন। মোট মৃতের সংখ্যা ৪৬ হাজার ১৯৩ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে, ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৭১ জন। গতকাল শুক্রবার ছিলো ৮৮০ জন, বৃহস্পতিবার ৮৪৫ জন, বুধবার ৭৬৩ জন, মঙ্গলবার ৫৮১ জন, সোমবার ৬৮৫ জন ও রোববার ছিলো ৭৪৭ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩ হাজার ৯৫২ জন।
বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৪ জন, ওয়েলসে ২ জন, স্কটল্যান্ডে ও উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।