ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২০, ১২:৩৬:১২
সিলেট অফিস : সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ পাঁচজন নিহত এবং ১ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের বরায়া চাঁনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিলেট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মায়নুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- স্বপন ও লাভলী । বাকি দুই শিশু ও চালকের পরিচয় জানা যায়নি। হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। আহত ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৌলভীবাজার থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটির সঙ্গে সিলেট থেকে কুমিল্লাগামী কুমিল্লা ট্রান্সপোর্টের বাসটির মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
ওসি মায়নুল ইসলাম জানান, বাস ও কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫জন নিহত হন। এর মধ্যে দুইজনের নাম জানা গেছে। তবে, তাদের ঠিকানা জানা যায়নি।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান বলেন, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের পাশাপাশি ওসমানীনগর থানা পুলিশও উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে।