যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় করোনায় ৩৮ জনের মৃত্যু : শনাক্ত ৮৪৬
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২০, ১:০১:৪২
লন্ডন অফিস : যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) দেশটিতে আরও ৩৮ জন মারা গেছেন।
এদিকে, দেশটিতে মৃত্যুর সংখ্যা এখন ৪৬ হাজার ছুঁই ছুঁই। আক্রান্তের সংখ্যাও ৩ লাখ ছাড়িয়েছে।
জানা গেছে, যুক্তরাজ্যে বুধবার মৃত্যুর সংখ্যা ছিল ৮৩ জন ও মঙ্গলবার মারা যান ১১৯ জন। এছাড়া সোমবার ৭ জন, রোববার ১৪ জন, শনিবার ৬১ জন ও শুক্রবার মারা গেছেন ১২৩ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৯৯৯ জনে।
সরকারী পরিসংখ্যানে জানা যায়, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৪৬ জন। এর আগে বুধবার ছিল ৭৫৩ জন, মঙ্গলবার ৫৮১ জন, সোমবার ৬৮৫ জন, রোববার ৭৪৭ জন, শনিবার ৭৬৭ জন ও শুক্রবার আক্রান্ত হন ৭৭০ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২ হাজার ৩০১ জন।