যুক্তরাজ্যে ২৪ ঘন্টায় করোনায় আরও ১২৩ মৃত্যু, আক্রান্ত ৭৭০ জন
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২০, ১২:৫১:৪৩
লন্ডন অফিস : যুক্তরাজ্যে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) আরও ১২৩ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, ইতিমধ্যে দেশটিতে মৃত্যুর সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যাও ৩ লাখ ছুঁই ছুঁই। তবে, গত ২৪ ঘন্টায়ও ওয়েলস, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি।
জানা গেছে, যুক্তরাজ্যে বৃহস্পতিবার মৃত্যুর সংখ্যা ছিল ৫৩ জন ও বুধবার মারা যান ৭৯ জন। এছাড়া মঙ্গলবার ১১০ জন, সোমবার ১১ জন, রোববার ২৭ জন ও শনিবার মারা যান ৪০ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৬৭৭ জনে।
সরকারী পরিসংখ্যানে জানা যায়, করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৭০ জন। এর আগে বৃহস্পতিবার ছিল ৭৬৯ জন, বুধবার ৫৬০ জন, মঙ্গলবার ৪৪৫ জন, সোমবার ৫৮০ জন, রোববার ৭২৬ জন ও শনিবার আক্রান্ত হন ৮২৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৭ হাজার ৯১৪ জন।
এনএইচএস ইংল্যান্ড জানিয়েছে, গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যের ইংল্যান্ডে মারা যান ১৬ জন। তবে, ওয়েলস, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে কেউই মারা যাননি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।