সুনামগঞ্জে করোনায় আক্রান্ত বেড়ে ৮৯৬, মৃত্যু ৫
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২০, ১২:২৫:৩০
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে প্রিতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। ১২ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলে এখন জেলার করোনায় আক্রান্ত ৮৯৬ জন। এরমধ্যে মারা গেছেন পাঁচজন।
সবশেষ বুধবার (২৪ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৮ জনের রিপোর্ট পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
এরপর প্রতিদিন সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরছেনও রোগীরা।
সর্বশেষ বুধবার সুনামগঞ্জের নতুন ২৮ জন নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৫৯ জন। এ সংখ্যায় সবথেকে বেশি আক্রান্ত সিলেট জেলায় আর সবচেয়ে কম আক্রান্ত মৌলভীবাজার জেলায়। সিলেট জেলায় আক্রান্ত ১ হাজার ৯৪৪ জন আর মৌলভীবাজারে ৩৫৫ জন। অপরদিকে, সুনামগঞ্জ জেলায় মোট আক্রান্ত ৮৯৬ জন আর হবিগঞ্জ জেলায় ৪৬৪ জন।
অন্যদিকে, সিলেট বিভাগে প্রতিদিনই বাড়ছে সুস্থ রোগী সংখ্যা। গত ২৭ এপ্রিল বিভাগে প্রথম সুনামগঞ্জে দুই রোগী করোনাভাইরাস জয় করে বাড়ি ফেরেন। এরপর প্রতিদিন বিভাগের বিভিন্ন জেলার রোগীরা করোনা জয় করে বাড়ি ফিরছেন। সবশেষ বুধবার দুপুর ১২টা পর্যন্ত সিলেট বিভাগের মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৭১ জন, সুনামগঞ্জে ২৩০ জন, হবিগঞ্জে ১৮২ জন, মৌলভীবাজারে ১৩১ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
এদিকে, বুধবার দুপুর পর্যন্ত সিলেট বিভাগের চার জেলা মিলে মোট ৬০ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে কেবল সিলেট জেলাতেই ৪৬ জনের প্রাণহানি হয়েছে আর সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৫ জন ও মৌলভীবাজারে ৪ জন মারা গেছেন।