শ্রীমঙ্গলে বাস চাপায় শিশু নিহত
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২০, ৫:৪৮:৪৪
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ইছবপুরে কুমিল্লা ট্রান্সপোট বাসের চাকায় পৃষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে।
সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে ইছবপুর এলাকার টমটম চালক সুমন দেব (৩০) এর মেয়ে চৈতী দেব (১০) দোকানে আসলে রাস্তা পারাপারের সময় সিলেট থেকে দ্রুতগতিতে আসা কুমিল্লা গামী বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়।
এলাকাবাসী জানায়, পুলিশ দেরিতে আসার কারনে ঢাকা সিলেট মহাসড়ক আধা ঘন্টা অবরোধ করে রাখে স্থানীয়রা। পরে এলাবাসী ৯৯৯ এ কল করলে হাইওয়ে পুলিশ ও শ্রীমঙ্গল থানার একটি টিম এসে সড়কের অবরোধ তুলে দেয়। লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।