সিলেটে করোনাভাইরাসে আইনজীবীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২০, ৬:১৭:৩৩
সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধা আবু সাঈদ আব্দুল্লাহ চৌধুরী নামের এক আইনজীবীর মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলা বারের সদস্য ও নগরীর শেখখাট এলাকার বাসিন্দা।
শনিবার (২০ জুন) ভোরে নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের সমন্বয়ক অধ্যাপক ডা. নজমুল ইসলাম বলেন, অ্যাডভোকেট আবু সাঈদ আব্দুল্লাহ চৌধুরী গত ৬ জুন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। দীর্ঘ ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর আজ ভোরে তিনি মারা যান।
এদিকে, নতুন একজন নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৫৭ জন। এরমধ্যে সিলেটে ৪৫, মৌলভীবাজারে চারজন, সুনামগঞ্জে চারজন এবং হবিগঞ্জে চারজন।