চীনা মেডিকেল টিমের ১০ সদস্য কাল সিলেট আসছে
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২০, ৬:৪৬:৩০
করোনাভাইরাস সংক্রমিত রোগীদের সেবা দিতে চীন থেকে বিশেষজ্ঞ মেডিকেল টিম গত ৮ জুন ঢাকায় এসেছে।
এই মেডিকেল টিম আগামীকাল বুধবার (১৭ জুন) সিলেট সফরে আসছে।
মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এই টিমে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং প্রযুক্তিবিদরা রয়েছেন। তারা করোনা আক্রান্ত রোগীদের পরিদর্শন করবেন, চিকিৎসকেদের সাথে কথা বলবেন এবং করোনা মহামারি নিয়ে আলোচনা করবেন ও নিয়ন্ত্রণ এবং চিকিৎসার জন্য নির্দেশনা এবং প্রযুক্তিগত পরামর্শ দেবেন বলেও জানা গেছে।