লালদিঘীরপাড়ে ভবনের ছাঁদ থেকে পড়ে যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২০, ১:০২:৩১
সিলেট নগরীর লালদিঘীরপাড়ে রহমান ম্যানশনের ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে এক যুবক মারা গেছেন ।
শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, রহমান ম্যানশনের ছাদ থেকে ছাঁদ থেকে পড়ে যান সোনার কারিগর মাহবুব আহমদ (২২)। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাহবুব আহমদ কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বাসিন্দা।
এ ঘটনায় কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া বলেন, ‘ধারণা করা হচ্ছে- ছাদ থেকে পড়ে সে আত্মহত্যা করেছে। কারণ, অন্য কোনো ক্লু মিলছে না। এখন পর্যন্ত তার পরিবারের কেউ কোন অভিযোগ দায়ের করেনি’।
তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।