যুক্তরাজ্যে করোনাভাইরাসে প্রাণ গেল আরও ২০২ জনের : নতুন শনাক্ত ১৫৪১
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২০, ১০:৫৪:২৮
যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২০২ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা এখন ৪১ হাজার ৪৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯২ হাজার ৯৫০ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শুক্রবার এ তথ্য জানিয়েছে বিবিসি।
এদিকে, আক্রান্ত এসব রোগীর মধ্যে কতজন সুস্থ হয়েছেন এ নিয়ে দেশটির সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৭০ জন, স্কটল্যান্ডে ৩ জন, ওয়েলসে ১০ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে আরও ১ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে, ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহণযোগ্য।
ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে, করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৫৪১ জন। গতকাল বৃহস্পতিবার ছিল ১২৬৬ জন, বুধবার ১০০৩ জন, মঙ্গলবার ১৩৮৭ জন, ১২০৫, রোববার ১৩২৬ জন ও শনিবার ছিল ১৫৫৭ জন।
যুক্তরাজ্যে কোভিড-১৯ ভাইরাসে মৃত্যু হার হ্রাস পাওয়ার প্রবণতা অব্যাহত থাকা সত্ত্বেও দেশটিতে করোনাভাইরাসে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ৪৮১ জনে দাঁড়িয়েছে। যদিও করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা যোগ করলে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় প্রায় ৫০ হাজারের উপরে।
ইউরোপে করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে যুক্তরাজ্য। তবে, বিশ্বে মৃতের সংখ্যার দিক থেকে দেশটি দ্বিতীয় সর্বোচ্চ স্থানে এবং এদিক থেকে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।