‘রেড জোন’ সিলেটে নতুন ৬০ জনের করোনা শনাক্ত
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২০, ১১:২৩:৪৫
সিলেট জেলায় চিকিৎসক-পুলিশ-ইউপি চেয়ারম্যানসহ নতুন করে আরও ৬০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (৮ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
এদিকে, আক্রান্তদের মধ্যে সিলেটের কানাইঘাট উপজেলার ৩৪ জন, ফেঞ্চুগঞ্জের তিনজন, বালাগঞ্জের একজন, বিশ্বনাথের একজন, গোলাপগঞ্জের চারজন, গোয়াইনঘাটের একজন, জকিগঞ্জ একজন, সদর উপজেলায় ১২ জন এবং বিয়ানীবাজারের একজন। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি সুনামগঞ্জের ছাতকের একজন ও মৌলভীবাজারের একজনের রিপোর্ট পজিটিভ আসে।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
এরপর প্রতিদিন সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরছেনও রোগীরা।
এদিকে, সবশেষ সোমবার (৮ জুন) সিলেট জেলার ৬০ জন নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬০৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ৯৪২ জন, সুনামগঞ্জে ৩০৪, হবিগঞ্জে ২০৮ এবং মৌলভীবাজারে ১৫২ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আর সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৬, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ২ এবং মৌলভীবাজারে ৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
অন্যদিকে, সিলেট বিভাগের ৩৭৮ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন। এর মধ্যে সিলেট জেলায় ১১৫ জন, সুনামগঞ্জে ৮১ জন, হবিগঞ্জে ১২৯ জন এবং মৌলভীবাজারে ৬২ জন।