করোনা মুক্ত হলেন শফিউল আলম নাদেল
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২০, ১:১০:২০
করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল সুস্থ হয়ে উঠেছেন।
বুধবার (৩ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর দ্বিতীয়বারের মতো তার রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন শফিউল আলম চৌধুরী নাদেল।
তিনি বলেন, আজ আমার রিপোর্ট আবারও নেগেটিভ এসেছে। তবে, আমি বাসায় আছি।
এর আগে গত ২২ মে সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি বাসায়ই ছিলেন।