সিলেটে আরও ২৫ জনের করোনা শনাক্ত
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২০, ১১:৫৫:১০
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে নতুন ও পুরাতন রোগী রয়েছেন বলে জানিয়েছেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রোববার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে নতুন ও পুরাতন ২৫ জন শনাক্ত হয়েছেন। শনাক্ত হওয়াদের মধ্যে বেশিরভাগই গোলাপগঞ্জ উপজেলার বলে জানান তিনি।
এনিয়ে সিলেট বিভাগে করোনা ভাইরাসে সর্বমোট শনাক্ত হয়েছেন ৬৬৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩১৯ জন, সুনামগঞ্জে ৯৮ জন, হবিগঞ্জে ১৫৯ জন ও মৌলভীবাজারে ৮৯ জন।