মৌলভীবাজারে দুর্ঘটনায় প্রধান শিক্ষকসহ নিহত ২
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২০, ৩:৩৭:৪৯
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ঈদের বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৯ জন।
মঙ্গলবার সকাল ৬টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের গোবিন্দবাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্কুলশিক্ষক বদিউজ্জামান (৪০) ও আফরোজা মিশু (৩০)। পরিবার নিয়ে তারা বড়লেখায় বসবাস করতেন।
পুলিশ জানায়, ঈদ উপলক্ষে একটি মাইক্রোবাসে কয়েকজন শিক্ষক পরিবার নিয়ে বড়লেখা উপজেলা থেকে রাজশাহী বাড়ি যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
রাজনগর থানার ওসি আবদুল হাসিম জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।