করোনায় বিভাগের সকল জেলাকে ছাড়ালো সিলেট
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২০, ৩:৫৯:৩৩
সিলেটে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯৯ জনে। সর্বশেষ শনিবার (১৬ মে) সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষার ফলাফল ও ঢাকা থেকে আসা ফলাফলে মোট ৪১ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জনের করোনা ধরা পড়ে। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা।
অপরদিকে ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড রেফারেল সেন্টারে থেকে আসা ফলাফলে ২৩ জনের করোনা পজিটিভ আসে। এর মধ্যে সিলেট জেলার ৭ জন, সুনামগঞ্জের একজন, হবিগঞ্জের ১১ জন ও মৌলভীবাজারের চারজন রয়েছেন।
সব মিলিয়ে সিলেট বিভাগের করোনা আক্রান্তের সংখ্যার হিসেবে সিলেটের বাকি ৩ জেলাকে ছাড়িয়েছে সিলেট। জেলায় সবচেয়ে বেশি ১৪১ জন। এরপরে রয়েছে হবিগঞ্জের ১২৯ জন, সুনামগঞ্জের ৬৯ জন ও মৌলভীবাজারের ৬১ জন।
শুরুর দিকে সিলেট বিভাগের করোনা ক্লাস্টার জেলা হিসেবে সিলেটকে ধরা হলেও এবার করোনা আক্রান্তের সংখ্যায় সিলেটেই বেশি।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট বলেন, শনিবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা। যার ১৪ জনই গোলাপগঞ্জ উপজেলার। একই দিন ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড রেফারেল সেন্টারে সিলেট বিভাগের আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলার ৭ জন, সুনামগঞ্জের একজন, হবিগঞ্জের ১১ জন ও মৌলভীবাজারের চারজন রয়েছেন।
তিনি বলেন, গত তিন চার দিন থেকে ঢাকায় নমুনা পাঠানো হয়েছিলো। যার কিছু ফলাফল এসেছে। আরও কিছু বাকি আছে।
উল্লেখ্য, এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৮২ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৬ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৪৫ জন।