গাজীপুরে আরও ৬৪ করোনা রোগী শনাক্ত
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২০, ৩:৩৭:৩৩
গাজীপুরে আরো ৬৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে গাজীপুর জেলায় মোট করোনা রোগী ৫৬০ জন।
রোববার (১৭ মে) গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গাজীপুরের ৫ হাজার ৮৬৪ জনের নমুনা পরীক্ষার করে ৫৬০ জন করোনা পজিটিভ পাওয়া যায়। তাদের মধ্যে সর্বাধিক ২৯২ জন গাজীপুর সদর উজেলায়। কালিয়াকৈরে ৫৫ জন, কালীগঞ্জে ১০৫ জন, কাপাসিয়ায় ৭৮ ও শ্রীপুরে ৩০ জন আক্রান্ত হয়েছে।