‘মিশন এক্সট্রিম’-এর প্রচারণা ক্যালেন্ডার!
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২০, ১১:৫৬:৫৮
বিষয়টি নিশ্চিত করেছেন এর কাহিনিকার ও অন্যতম পরিচালক সানী সানোয়ার। তিনি বলেন, ‘শিগগিরই আমরা ছবিটির টিজার প্রকাশ করবো। আর এর মাধ্যমেই প্রচারণা শুরু হবে ছবিটির। প্রচারের জন্য তিন মাসের ক্যালেন্ডার প্রকাশ করবো আমরা। সেখানে থাকবে অনলাইন, মাঠ পর্যায় ও কিছু কুইজ আয়োজন। এগুলোর মাধ্যমে প্রতিদিন প্রচারণা চলবে।’. অনলাইন প্রচারণার জন্য বিভিন্ন কন্টেন্ট তৈরি করা হচ্ছে। এছাড়া থাকবে বেশ কিছু ধরনের কুইজ। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, সংবাদমাধ্যম, বিভিন্ন স্থান ও রাস্তায় তারকারা সরাসরি প্রচারণায় অংশ নেবেন বলে জানান সানী সানোয়ার। ক্রাইম, থ্রিল, সাসপেন্স ও অ্যাকশননির্ভর মৌলিক গল্পের ওপর ভিত্তি করে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। এতে জুটিবেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও নবাগতা জান্নাতুল ফেরদৌস ঐশী। ছবিটি একসঙ্গে দুটি পর্বে নির্মিত, যার প্রথমটি আসছে রোজার ঈদে।
‘মিশন এক্সট্রিম’-এর দুই পর্বের গুরুত্বপূর্ণ চরিত্রে আরও রয়েছেন, তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।