মারা যাওয়ার গুঞ্জন, নবী বললেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০১৯, ৯:৪৪:৫৯
বলা নেই কওয়া নেই হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠলো আফগান ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি মোহাম্মদ নবী মারা গেছেন। গতকাল শুক্রবার এ গুঞ্জন উঠেছিলো। সে গুঞ্জন থামাতে নবী নিজেই এগিয়ে এলেন। নিজের অফিসিয়াল টুইটে তিনি জানিয়েছেন, এখনো জীবিত আছেন তিনি।
শুক্রবারে টুইটারে খবর ছড়িয়েছিলো, মোহাম্মদ নবী মারা গেছেন। আফগান ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি এভাবে পরলোকে পাড়ি দেবেন বিষয়টা আলোড়ন তুলেছিল। মুহূর্তেই সে খবর টুইটারে ছড়িয়ে পড়েছিলো। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে এমন বার্তাও দেন অনেকে। সে গুঞ্জন থামানোর চেষ্টা করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। টুইটারে মিস-এ-আইনাক নাইটস ও বোস্ট ডিফেন্ডারসের মধ্যকার প্রস্তুতি ম্যাচের কিছু ছবি পোস্ট করেছিল এসিবি।
মোহাম্মদ নবী কাল এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। কিন্তু এসিবির টুইটের পরও গুঞ্জন না থামায় অবশেষে নিজেই মাঠে নেমেছেন। আজ নিজের টুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন, ‘প্রিয় বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। কিছু সংবাদমাধ্যমে আমার মৃত্যুর যে খবর ছড়ানো হয়েছে, সেটা মিথ্যা। ধন্যবাদ সবাইকে।’