জগন্নাথপুরে গণশৌচাগারে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২২, ১১:০৫:০০
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে গণশৌচাগার থেকে ফাঁস লাগানো অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির নাম সোবহান মিয়া (৭০)। তাঁর বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিঘলবাক গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের শিবগঞ্জ বাজারের গণশৌচাগারের দরজার সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ওই বৃদ্ধের ঝুলন্ত লাশ দেখতে পান বাজারের ব্যবসায়ীরা। বিষয়টি থানায় জানানো হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিঘলবাক গ্রামে হলেও পাঁচ–ছয় বছর ধরে তিনি শিবগঞ্জ বাজারে ভিক্ষাবৃত্তি করে আসছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) দ্বিপঙ্কর সরকার বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই বৃদ্ধ আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।