সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় আরও ১২ মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২১, ৫:৫৩:৪৪
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৮ জন সিলেট জেলার বাসিন্দা। সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জ ও মৌলভীবাজারে একজন করে মারা গেছেন।
বিভাগে এখন পর্যন্ত ৬৬৭ জনের মৃত্যু হয়েছে; যার মধ্যে ৫২৮ জনই সিলেট জেলার বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৬৬০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে বিভাগে করোনা শনাক্তের হার ৪০ দশমিক ৪৯ শতাংশ।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এতথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় ৩১২ জন, সুনামগঞ্জে ১৩০ জন, হবিগঞ্জে ৫৩ জন ও মৌলভীবাজারে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭৪ জন রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে সিলেট জেলায় শনাক্তের হার ৪২ দশমিক ৭৫ শতাংশ, সুনামগঞ্জে ৩২ দশমিক ৮৩ শতাংশ, হবিগঞ্জে ৪০ দশমিক ১৫ শতাংশ ও মৌলভীবাজারে ৪৫ দশমিক ৭৩ শতাংশ।
এখন পর্যন্ত পুরো বিভাগে ৩৮ হাজার ৩১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে; যার মধ্যে ২৯ হাজার ৯০৭ জন সুস্থ হয়েছেন। বর্তমানে সক্রিয় আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৩৮৯ জন। এদের মধ্যে নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২৫৯ জন।