সিলেটে সড়ক দুর্ঘ’টনায় নিহ’ত শিশু, একই পরিবারের আহত ৬
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৪, ২:৫৫:৫১
সিলেটের কানাইঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় ইবা আক্তার নামে এক শিশু মারা গেছে । এ সময় আহত হয়েছেন শিশুটির বাবা, মা সহ পরিবারের ৬ জন। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার জুলাই ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ইবা আক্তার জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের আবুল কালামের মেয়ে।
আহতরা হলেন- নিহত শিশুর বাবা সিএনজিচালিত অটোরিকশাচালক আবুল কালাম, তার স্ত্রী সিপা আক্তার, তাদের ৪ মাসের ছেলে আহনাফ, আবুল কালামের মা খাজুর বিবি, বোন সফাতুন নেছা ও ভাগ্নি তান্নি আক্তার।
স্বজন ও স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে আবুল কালাম অটোরিকশা চালিয়ে পরিবারের সদস্যদের নিয়ে সিলেট শহরে বাসায় ফিরছিলেন। অটোরিকশাটি সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট বাংলাবাজারের আগে জুলাই ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে সজোরে ধাক্কা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই শিশু ইবা আক্তারের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, খবর পেয়ে পুলিশ নিহত ইবা আক্তারের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।