২৭ ঘণ্টা পর কাটাগাঙ্গ সেতু দিয়ে যান চলাচল শুরু
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৪, ১১:২৫:০৮
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জ-পাগলা-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কাটাগাঙ্গ লোহার সেতুর পাটাতন ভেঙে যোগাযোগ বন্ধ হওয়ার ২৭ ঘণ্টা পর যান চলাচল শুরু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সেতুটির মেরামতকাজ শেষ হলে যান চলাচল শুরু হয়।
এর আগে শুক্রবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে সিমেন্টবোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় স্টিলের পাটাতন খুলে গেলে গাড়িটি আটকে যায়। এর পর থেকেই ওই সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, মেরামতকাজ শেষে সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে। ঝুঁকিপূর্ণ এ সেতুর পাশে নতুন সেতু নির্মাণ প্রকল্প অনুমোদনের পর ডিজাইনের কাজ চলছে। দ্রুতই দরপত্র প্রক্রিয়া শেষে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হবে।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে সিমেন্টবোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় স্টিলের পাটাতন খুলে গেলে গাড়িটি আটকে যায়। ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সুনামগঞ্জের সরাসরি যানচলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।