মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৪, ৮:৪১:১৩
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথরিনা উইজার আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেছেন।
রাষ্ট্রদূত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে পৌঁছেন।
সাক্ষাতকালে এক বৈঠকে, তারা বাংলাদেশ ও অস্ট্রিয়ার দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদ মাধ্যমগুলোকে এ তথ্য জানান।
তিনি জানান,শনিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে আসেন অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথরিনা উইজার।
বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার কনস্যুলার এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাজভীরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।