নেপাল থেকে বিদ্যুৎ আমদানি শুরু
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৪, ৮:১১:২০
নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি শুরু হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠাবে দেশটি। শুক্রবার (১৫ নভেম্বর) এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিন দেশের সংশ্লিষ্ট মন্ত্রীদের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়।
নেপাল সরকার আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা মো. ফওজুল কবির খান, ভারতের বিদ্যুৎ এবং গৃহায়ণ এবং নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল এবং নেপালের জ্বালানি, পানিসম্পদ ও সেচ মন্ত্রী দীপক খাদকা যৌথভাবে বিদ্যুৎ সরবরাহ উদ্বোধন করেন।
জার্মানির আগাম নির্বাচনে সামাজিকমাধ্যমের ভূমিকা কেমন হবে?জার্মানির আগাম নির্বাচনে সামাজিকমাধ্যমের ভূমিকা কেমন হবে?
নয়াদিল্লির এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এই ‘ঐতিহাসিক’ মুহূর্তটি প্রথম ত্রিপক্ষীয় বিদ্যুৎ সরবরাহ, যা ভারতীয় গ্রিডের মাধ্যমে পাঠানো হচ্ছে।’ এতে বিদ্যুৎ খাতে আঞ্চলিক সহযোগিতা বাড়বে বলে আশা করছে তারা।
নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মুখপাত্র চন্দন কুমার ঘোষ চীনা সংবাদমাধ্যম সিনহুয়াকে বলেন, ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ২০২৪ সালে বাংলাদেশের কাছে নেপাল মাত্র একদিন বিদ্যুৎ বিক্রি করতে পারবে। এরপর ২০২৫ সালের ১৫ জুন থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
পরকীয়ার কারণেই ভেঙেছে জ্যাকম্যানের ২৭ বছরের সংসার!পরকীয়ার কারণেই ভেঙেছে জ্যাকম্যানের ২৭ বছরের সংসার!
চুক্তি অনুযায়ী, নেপাল প্রতি বছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ভারতের ভেতরের সঞ্চালন লাইন দিয়ে বাংলাদেশে উদ্বৃত্ত বিদ্যুৎ রফতানি করবে। ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয় ৬ দশমিক ৪ সেন্ট (১০০ সেন্টে ১ ডলার)। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় সাড়ে সাত টাকা।
চলতি বছরের মে-জুনে নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহল প্রচণ্ড ভারত সফরের বাংলাদেশে জলবিদ্যুৎ সরবরাহের বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তির ঘোষণা দিয়েছিলেন। পরে ৩ অক্টোবর এ চুক্তি সই হয়।