গাজা নিয়ে নেতানিয়াহুর গোপন পরিকল্পনা ফাঁস করলেন সদ্য বরখাস্ত প্রতিরক্ষামন্ত্রী
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৪, ৯:২০:১২
গাজা দখলে রাখার উদ্দেশ্যে সেখানে ইসরাইলের সামরিক বাহিনী রাখছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার সন্ধ্যায় সাবেক ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এই অভিযোগ করেন।
টাইমস অফ ইসরাইল জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরাইলি বন্দীদের পরিবারের সাথে কথা বলেছেন ইয়োভ গ্যালান্ট। এ সময় তিনি বলেন, গাজায় এখন সৈন্য রাখার কোনো দরকার নেই। তবুও প্রধানমন্ত্রী সেখানে সৈন্য রাখতে চাচ্ছেন। কারণ, তিনি সেখানে ইসরাইলের দখল বজায় রাখতে চান। আর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তিনি নিজের নিয়ন্ত্রণেই রেখেছেন।
তিনি আরো বলেন, বারবার বন্দীবিনিময় নিয়ে আলোচনা হয়। কিন্তু বিষয়টি সামনে এগোয় না। কারণ, এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার একমাত্র প্রধানমন্ত্রীর। তিনিই সিদ্ধান্ত নিতে পারবেন যে বন্দীবিনিময় চুক্তি হতে নাকি হবে না। এ বিষয়ে অন্য কারো সিদ্ধান্ত গৃহণের সুযোগ নেই।
এ সময় প্রধানমন্ত্রীকে বিষয়টি বুঝিয়েও কোনো সুরাহা করতে পারেননি বলেও জানান তিনি।
সূত্রটি আরো জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গ্যালান্টের বরখাস্ত কার্যকর হয়। তার পরিবর্তে পরবর্তী প্রতিরক্ষা প্রধান হয়েছেন ইসরাইল কাটজ। দেশটির সংসদ নেসেট নতুন এই প্রতিরক্ষামন্ত্রীকে অনুমোদন করে।
সূত্র : টাইমস অব ইসরাইল