আতঙ্কের মাঝে বিয়ের প্রস্তাব পেলেন সালমান
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৪, ৮:৫৫:০০
ভারতের বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে একের পর এক প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। পুরো পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটছে এই বলিউড অভিনেতার। এরই মধ্যে ফের বিয়ের প্রস্তাব পেলেন সালমান। কড়া নিরাপত্তায় নিয়মিত শুটিং হচ্ছে ‘বিগ বস ১৮’ সিজনের। সেই অনুষ্ঠানেরই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে বিগ বসের প্রতিযোগী অভিনেত্রী চাহত পান্ডের সঙ্গে কথা বলতে দেখা গেছে অভিনেতাকে। সেই কথোপকথনের একটি অংশে সরাসরি বিয়ের প্রস্তাব পেলেন সালমান খান।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, চাহত কেমন মানুষকে বিয়ে করতে চান, জানতে চেয়েছেন সালমান। উত্তরে চাহত জানান, যিনি নিয়মিত শরীরচর্চা করে নিজের খেয়াল রাখেন। আবার অবিনাশ মিশ্রের মতো একজন তুখোড় নৃত্যশিল্পীকে চান, ভিভিয়ান ডিসেনার মতো সুন্দর চুলের পুরুষকেও কামনা করেন। কিন্তু এত গুণ কি আদৌ একজন মানুষের মধ্যে থাকা সম্ভব? এই প্রশ্ন উঠতেই চাহত সরাসরি সালমানকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন।
বলেন, ‘আপনিই বিয়ে করে নিন না আমাকে।’ চাহতের প্রস্তাবে সাড়া দিয়ে সালমান বলেন, ‘এই যে এত রকমের গুণের কথা আপনি বললেন, তার একটাও আমার মধ্যে নেই। সবচেয়ে বড় কথা, আপনার মায়ের সঙ্গে আমার একেবারেই মিল হবে না।’
এরপর চাহত বলেন, বিষয়টি তিনি কথা বলে মিটিয়ে নেবেন, কোনো অসুবিধা হবে না। ভিডিও ক্লিপটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে চাহত লিখেছেন, ‘কোনো ক্যাপশনের প্রয়োজন নেই। ভিডিওতেই সব বলা আছে।’