সিলেটবাসীর দোয়া কামনা
পবিত্র ওমরা হজ পালনে সিলেট ত্যাগ করলো স্বপ্ন ট্যুরিজমের গ্রুপ
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৪, ৯:০৮:৫০
পবিত্র হজের উদ্দেশে সিলেট ত্যাগ করেছে স্বপ্ন ট্যুরিজম এর একটি গ্রুপ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ জনের এই টিম সিলেট ত্যাগ করে।
প্রথমবারের মতো এই যাত্রা যাতে সফল এবং সুন্দরভাবে শেষ করে আবার স্বদেশে ফিরে আসতে পারেন-এ লক্ষ্যে সিলেটবাসীর দোয়া কামনা করেছেন স্বপ্ন ট্যুরিজম এর ডাইরেক্টর মুসা আহমেদ।
এ লক্ষ্যে গতকাল সিলেট নগরীর ক্বীনব্রীজ সংলগ্ন চাঁদনীঘাটের স্বপ্ন ট্যুরিজম অফিসে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, আলপনা সাহিত্য সংসদের সভাপতি ওলিউর রহিম চৌধুরী ইকবাল, সাংবাদিক আহমাদ সেলিম, স্বপ্ন ট্যুরিজম এর ডাইরেক্টর মুসা আহমেদসহ অনেকে।- বিজ্ঞপ্তি