লন্ডনে অনুষ্ঠিত হলো ফ্রেন্ডস ইউনাইটেড ফুটবল ক্লাব ইউকে এর এ্যানুয়াল অ্যাওয়ার্ড
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৪, ১:৫৬:৪৩
■ মির্জা আবুল কাসেম, লন্ডন থেকে ■
আনন্দঘন পরিবেশে যুক্তরাজ্যের পূর্বলন্ডনে ফ্রেন্ডস ইউনাইটেড ফুটবল ক্লাব ইউকে এর এ্যানুয়াল অ্যাওয়ার্ড গিভিং সিরোমনি ও গালা ডিনার ২০২৩ ইং সম্পন্ন হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি) পূর্বলন্ডনের একটি রেস্টুরেন্টে ফ্রেন্ডস ইউনাইটেড ফুটবল ক্লাব ইউকের আয়োজনে এই বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সভাপতিত্ব করেন – তরুন ফুটবলার ইমরান উদ্দিন।
কমিউনিটি এক্টিভিস্ট, তরুন ফুটবলার ইমরান মাহমুদের উপস্থাপনায় এ্যানুয়াল অ্যাওয়ার্ড গিভিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর জাহেদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- লন্ডনের এসপায়ার পার্টির চেয়ার, কমিউনিটি এক্টিভিস্ট, সাংবাদিক কেএম আবু তাহের চৌধুরী, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি, সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান ও কমিউনিটি এক্টিভিস্ট, ফুটবলার তৌসির আহমদ।
এ অনুষ্ঠানে বিভিন্ন ফুটবল ক্লাবের তরুণ ফুটবলার ও ক্রীড়াবিদদের মধ্যে বক্তব্য রাখেন- আব্দুল মালিক, ইকবাল হোসেন, রুহিত খান, রাহাত কাদির, জুবায়ের আহমদ, উসমা মিয়া, রাজ্জাক হোসেইন, আবু তাহের, মারুফ আহমদ ও কায়েস আহমদ প্রমুখ।
এ্যানুয়াল অ্যাওয়ার্ড উইনার্স হিসেবে ফ্রেন্ড ইউনাইটেড ফুটবল লীগ ওয়ান ২০২৩ইং এ অতিথিদের কাছ থেকে চ্যাম্পিয়ন ট্রপি গ্রহণ করেন স্টেপনী এথলেটিক্স এফসি।
রানার্স আপ ট্রপি গ্রহণ করেন দানিয়া টাইগার্স।
ইউনাইটেড ফুটবল লীগ টু ২০২৩ইং এ চ্যাম্পিয়ন ট্রপি গ্রহণ করেন স্টেপনী এথলেটিক্স এফসি। রানার্স আপ ট্রপি গ্রহণ করেন উসমান কিংনস।
ডিপিএল সিজন ৪ চ্যাম্পিয়ন হয়েছে দানিয়া টাইগারস।
রানার আপ হয়েছে দানিয়া সুপার স্টার।
একই অনুষ্ঠানে নিউ ইয়ার কাপ ২০২৪ চ্যাম্পিয়ন ট্রপি গ্রহণ করেন দানিয়া চ্যালেন্জার্স ।
ডিপিএল সিজন -৪ ( ফেয়ার প্লে) দানিয়া লায়ন্স।
ফেয়ার প্লেয়ার অব দ্যা ইয়ার ২০২৩ হন তরুন ফুটবলার রুহেল মিয়া ।
বেস্ট প্রমিজিং প্লেয়ার অব দ্যা ইয়ার ২০২৩ইং হন বান্না খান।
বেস্ট ম্যানেজমেন্ট অব দ্যা ইয়ার ২০২৩ ইং হন ইমরান উদ্দিন।