গাজায় আরও ৩ ইসরায়েলি সেনা নিহত, জেরুজালেমে আহত ৬
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৩, ৭:৪৩:০০
গাজায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় আরও তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর ২০২তম ব্যাটালিয়নের একটি কোম্পানির ডেপুটি কমান্ডার রয়েছে। তার নাম ক্যাপ্টেন শ্লোমো বেন নুন।
এ নিয়ে গাজায় স্থল অভিযানে ৫১ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে ইসরায়েলের সেনাবাহিনী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। তবে ফিলিস্তিনের হামাস বলেছে, ইসরায়েল তাদের সেনাবাহিনীর হতাহতের সঠিক পরিসংখ্যান প্রকাশ করছে না। খবর পার্স টুডের
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, উত্তর গাজায় রাতভর সংঘর্ষে ২০২তম ব্যাটালিয়নের ২২ বছর বয়সী ক্যাপ্টেন শ্লোমো বেন নুন প্রাণ হারিয়েছে। এছাড়াও, উত্তর গাজায় আরও দুই সেনা মারাত্মকভাবে আহত হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে দক্ষিণ জেরুজালেমে ফিলিস্তিনিদের হামলায় ৬ ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে টাইমস অব ইসরায়েল জানিয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।