অবরোধের প্রভাব নেই শেয়ারবাজারে
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৩, ৭:৪২:০৮
রাজনৈতিক সহিংসতার প্রভাব নেই শেয়ারবাজারে। বিএনপির ডাকা দেশব্যাপী অবরোধের প্রথম দিনে দর বৃদ্ধি পাওয়া শেয়ার সংখ্যা তুলনামূলক বেশি ছিল। ব্লক লেনদেনে ভর করে মোট লেনদেনও বেড়েছে। প্রধান মূল্য সূচক ডিএসইএক্সও প্রায় ২ পয়েন্ট বেড়ে ৬২৭৮ পয়েন্টে উঠেছে। সোমবার ঢাকার শেয়ারবাজার ডিএসইতে ৮৩টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত ১৭৪টির দর। অবশ্য ক্রেতার অভাবে ৭৩ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের কোনো লেনদেন হয়নি। এদিন বীমা, তথ্য-প্রযুক্তি, চামড়া খাতের বেশির ভাগ শেয়ারের দর বেড়েছে।
এদিকে পাঁচ কার্যদিবস পর শেয়ার কেনাবেচা ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। এদিন কেনাবেচা হওয়া শেয়ারের মোট দাম ছিল প্রায় ৫২৩ কোটি টাকা, যা রোববারের তুলনায় সোয়া ৭৯ কোটি টাকা বেশি। অবশ্য ব্লক মার্কেটের ৯৪ কোটি টাকার লেনদেন এ ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।
পর্যালোচনায় দেখা গেছে, এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা এবিএম আবদুল মান্নান তাঁর ধারণ করা ৪ কোটি ৭০ লাখ শেয়ার থেকে প্রায় সাড়ে চার কোটি শেয়ার ব্লক মার্কেটে বিক্রি করেছেন, যা তাঁর মোট শেয়ারের পৌনে ৯৬ শতাংশ। প্রতিটি শেয়ার ১৫ টাকা ২০ পয়সা দরে মোট ৬৮ কোটি ৪০ লাখ টাকায় বিক্রি করেন। আবদুল মান্নান জানান, বয়সের কারণে অসুস্থ হয়ে পড়েছেন। এ কারণে শেয়ার বিক্রি করেছেন তিনি।