জগন্নাথপুরে শাহার পাড়া যুব সংঘের পক্ষ থেকে প্রাইমারী স্কুলে ১ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রদান
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৩, ৭:৫৬:৪৯
গ্রেটার শাহার পাড়া যুব সংঘের পক্ষ থেকে শাহার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার উন্নয়নের জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
যেকোন একটি আদর্শ সামাজিক সংগঠন তার মূল লক্ষ্য উদ্দেশ্য সঠিকভাবে বাস্তবায়িত করে সমাজ ও দেশের জন্য সামগ্রিক উন্নয়নে কাজ করলে এই সংগঠন মানুষের কাছে সমাজের আয়না হিশেবে পরিণত হয়।
গ্রেটার শাহার পাড়া যুব সংঘ শিক্ষাউন্নয়ন, সামাজিক ও মানবিক কল্যাণে ৩৬ বছর পূর্ণ করে সংগঠনের ভাল কাজের মাধ্যমে সমাজের আয়না হিশেবে বাস্তবে রুপ নিয়েছে।
গ্রেটার শাহার পাড়া যুব সংঘের পক্ষ থেকে শাহার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের আর্টের ব্যয় ও শিক্ষাউন্নয়নে সহযোগিতার লক্ষ্যে অনুদান নগদ অর্থ ১ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান অনুষ্ঠানে বক্তারা একথা গুলো বলেন।
রবিবার ( ৮ অক্টোবর ২০২৩) শাহার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ম্যানেজিং কমিটির সভাপতি খছরু হোসেন কামালীর সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলামের পরিচালনায় যুব সংঘের পক্ষ থেকে শিক্ষাউন্নয়নে অনুদান ১ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির সদস্য , এলাকার সমাজকর্মী, অভিভাবক সহ বিপুলসংখ্যক মানুষজন, ছাত্র- ছাত্রী উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে গ্রেটার শাহার পাড়া যুব সংঘের ভূয়শী প্রশংসা করে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন — জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: শামসুদ্দিন কামালী, সমাজকর্মী রায়হান কামালী শিম্পু, মো:আব্দুল হক কামালী।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সোয়াইব কামালী, আবুল কাশেম, খোকন কামালী, ফকরুল কামালী, সাইদুর রহমান বুলবুল, সামাদ কামালী, বদরুল আমিন বুলবুল, লুৎফুর রহমান, নাছিমা বেগম, সামিন্তা আক্তার রাহিমা।