ঈদের পর আগের সময়সূচিতে চলবে ব্যাংক
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২৩, ৩:২৫:৩৮
ঈদের পর আগের সময়সূচিতে চলবে ব্যাংক। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত লেনদেন করা যাবে। আর খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত।
সম্প্রতি এ বিষয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।
এর আগে রমজান মাসজুড়ে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন হয়। আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কাজ গোছাতে শাখা খোলা থাকে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে সরকারি বন্ধের মধ্যেও বৃহস্পতি ও শুক্রবার তৈরি পোশাক সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা থাকবে। আজ বুধবারও তৈরি পোশাক খাতের কর্মীদের বেতন-বোনাস দেওয়া ও রপ্তানি বিল কেনার সুবিধার্তে ঈদের বন্ধেও এসব শাখা খোলা ছিল।
এ সময় বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থাও খোলা থাকছে। বিশেষ করে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়নগঞ্জ ও চট্রগ্রামে অবস্থিত তৈরি পোশাক সংশ্লিষ্ট শাখা খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।
ব্যাংকাররা জানান, পোশাক মালিকদের অনুরোধে শাখা খোলা থাকলেও এরকম দিনে লেনেদন হয় খুব কম। এখন বিকল্প লেনদেনের ব্যবস্থা রয়েছে। এ কারণে গ্রাহকদের উপস্থিতি কম।