আখাউড়ায় জুয়ার টাকার জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২৩, ৩:১৪:০৯
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দাম্পত্য কলহের জেরে স্বামীর হাতে খুন হয়েছেন এক গৃহবধূ। তিন সন্তানের এই জননীর নাম জান্নাতুল ফেরদৌসী। তিনি উপজেলার গঙ্গাসাগর গ্রামের দীঘিরপাড়ের প্রয়াত আরু মিয়ার মেয়ে।
জেলা শহরের কলেজপাড়ার ভাড়া বাসায় বুধবার ভোরের এ ঘটনায় মামলা হয়েছে।
জুয়ার টাকার জন্য জান্নাতুল ফেরদৌকে তার স্বামী কাউসার মোল্লা ছুরিকাঘাতের পর বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করেন বলে অভিযোগ করেছেন নিহতের ভাই নূর মোহাম্মদ।
নিহতের ভাই বলেন, কাউসার সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের আউয়াল মিয়ার ছেলে। স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ার ভাড়া বাসায়। কাউসার অবসরপ্রাপ্ত সেনাসদস্য। সেনাবাহিনীতে থাকাকালেই জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েন তিনি। অবসরে এসেও বদ অভ্যাস ছাড়তে পারেননি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ হতো। এক পর্যায়ে আমার বোনকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। বেশ কয়েকবার আমি নিজেই তাদের পারিবারিক বিরোধ মিটিয়েছি।
তিনি আরও বলেন, মঙ্গলবার রাতেও জুয়া খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া করেন কাউসার। এ নিয়ে সেহরির পর আমার বোনকে খুন করেন তিনি। এরপর ফেরদৌসীর সব স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান কাউসার। এ সময় তাদের তিন সন্তানকে পাশের কক্ষে আটকে রাখা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে আমার বোনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় কাউসার মোল্লার বিরুদ্ধে মামলা করেছেন নিহতের ভাই নূর মোহাম্মদ। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক আছেন। গা-ঢাকা দিয়েছে তার পরিবারের সদস্যরাও। ঘাতককে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।