‘রাশিয়ার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে’
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২২, ৮:১২:২৫
রাশিয়ার জ্বালানি তেলের দামের সীমা ব্যারেল প্রতি সর্বোচ্চ ৬০ ডলার বেঁধে দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে জি-৭ ও ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেন যুদ্ধের অর্থের যোগান বাধাগ্রস্ত করার প্রচেষ্টার অংশ হিসেবে গতকাল শুক্রবার জি-৭ ও ইউরোপীয় ইউনিয়ন এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
এই নিয়ে আজ শনিবার ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, তেলের দামের সীমা ব্যারেল প্রতি বেঁধে দেওয়ায় রাশিয়ার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, রাশিয়ার জ্বালানি তেলের দামের সীমা ব্যারেল প্রতি সর্বোচ্চ ৬০ ডলার বেঁধে দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে ইইউ, জি৭ এবং অস্ট্রেলিয়া। এটি রাশিয়ার অর্থনীতিকে ধ্বংস করবে।
ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমাক টেলিগ্রামে বলেন, আমরা সবসময়ই আমাদের লক্ষ্য অর্জন করি এবং রাশিয়ায় অর্থনীতি নিঃশেষ হয়ে যাবে। দেশটিকে তার সকল অপরাধের দায়ী হবে এবং জবাব দিতে হবে।
তবে তিনি আরও বলেন, ব্যারেল প্রতি ৩০ ডলার বেঁধে দিলে রাশিয়ার অর্থনীতি আরও দ্রুত ধ্বংস হতো। এ দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের অবকাঠামোর ওপর আরও হামলা ‘অনিবার্য’ ছিল।