নিরাপদ ও সুপেয় পানির অভাবে জনস্বাস্থ্য হুমকীর মধ্যে পড়ছে
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৭:১১
সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক বলেছেন, দেশের প্রান্তিক অঞ্চলের মানুষ নিরাপদ পানির তীব্র সংকটে ভুগছেন। জনসচেতনতা না থাকায় অনেক মানুষ এখনো আর্সেনিকযুক্ত পানি ব্যবহার করে। নিরাপদ ও সুপেয় পানির অভাবে জনস্বাস্থ্য হুমকীর মধ্যে পড়ছে।
তিনি এ ব্যাপারে ব্যাপক সচেতনতার জন্য সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ বৃদ্ধির আহবান জানান। বর্তমান সরকার নিরাপদ পানির সংকট মোকাবিলায় বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে বলেও উল্লেখ করেন।
তিনি গতকাল সোমবার নগরীর একটি অভিজাত হোটেলে ওয়ালার্ল্ড ভিশন সিলেট এরিয়া আয়োজিত সিলেট ও গোয়াইনঘাট এলাকার পানিও জলের গুনাগুন, উৎসে পানির গুনাগুণ এবং পানিয় জল সরবরাহে ব্যবহৃত প্রযুক্তির দক্ষতা নিরুপনের উদ্দেশ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে গবেষণা প্রকল্পের ওপর আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান আব্দুল মনাফ, ইউনিয়ন পরিষদ সদস্য কাচা মিয়া, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং হাটখোলা, টুকেরবাজার ও কান্দিগাঁও ইউনিয়নের গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি, সহ সভাপতি এবং সদস্যবৃন্দ।
জাবির আহমদ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের সিলেট এরিয়া প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার কাজল এ দ্রং। – বিজ্ঞপ্তি