নানাবাড়ি থেকে ফেরা হলো না শিমুলের
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২২, ৮:২৬:০২
ঝিনাইদহের সদর উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় শিমুল হোসেন (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
শুক্রবার ( ১২ আগস্ট) বিকেলে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিমুল হোসেন ঝিনাইদহ শহরের আরাপপুর চাঁনপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে। সে আরাপপুর রংধনু কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিকেলে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের দুর্গাপুর গ্রামের নানাবাড়ি থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিল শিমুল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে গুরুতর আহত হয় শিশুটি। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে কিন্তু চালক ও হেলপার পালিয়ে গেছে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবাইদা আফরোজ রুমা বলেন, শিশুটি হাসপাতালে আসার আগেই মারা গেছে।